সুতি কাপড়ের যত্ন কিভাবে নিবেন!

চলছে তীব্র বৈশাখের খরা তাপ। আর এসময়ের সবচেয়ে পরিধানযোগ্য কাপড় হলো সুতি কাপড়। তাই অবশ্যই আমাদের সুতি কাপড় ধোয়ার ব্যাপারে পরিষ্কার জ্ঞান থাকা প্রয়োজন।

যেহেতু সুতি কাপড় বেশ আরামদায়ক তাই ঘন ঘন পরিধানের ফলে রঙ উঠে যাওয়ার ভয় থাকে এবং তারাতাড়ি পুরানো দেখায় তাই এক অভিনব পন্থা অবলম্বন করা উচিত। তা হলো সুতি কাপড় ধোয়ার পূর্বে লবণ মিশ্রিত পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রেখে, তারপর স্বাভাবিকভাবে ডিটারজেন্ট /সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে কাপড়ের রঙ থাকে নতুনের মত এবং কাপড় হয় নরম ও আরামদায়ক। এছাড়া সুতি কাপড় কখনোই ৫/৬ ঘন্টা বেশি ভিজিয়ে রাখা উচিত নয়। এতে করে কাপড় অনেক বেশি পাতলা হয়ে যায় ফলে নিয়মিত ব্যবহারে তারাতাড়ি ছিড়ে যায়। এসকল পন্থা অবলম্বন করলে আপনার সুতি পোশাকটি হতে পারে দীর্ঘস্থায়ী এবং অনেক বেশি আরামদায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *