গরমে কি ধরনের কাপড় পড়া উচিত !

গ্রীষ্মের রোদ এখন প্রখর তাপে জানান দিচ্ছে তার আগমন। আর এমন অবস্থায় বেশ বাছ বিচার করেই আমাদের নির্ধারণ করতে হবে কি কাপড়ের পোশাক এই তীব্র গরমে খানিকটা স্বস্তি দিবে। তা নিয়েই আজকের বর্ননা।

গরমে সুতির থেকে আরামদায়ক কাপড় বোধ হয় দ্বিতীয়টা নেই। গ্রীষ্মের গরমে সাথে সমান তালে পল্লা দেয়ার মতো আরামদায়ক কাপড় এটি। আর তারপরেই আসে লিনেনের নাম কারণ লিনেনের ভিতর খুব সহজেই বাতাস চলাচল করতে পারে এবং ঘাম শোষণ করে শরীরকে রাখে সতেজ। গরমে খাদি কাপড়ও বেশ নির্ভরযোগ্য কারণ এটি অনেক হালকা কাপড়। এছাড়াও রেয়ন এবং সিল্ক ও গরমে পরনের জন্য নির্ভরযোগ্য কেননা এই ধরনের কাপড় দিয়ে খুব সহজে বাতাস চলাচল করতে পারে। তবে গরমে অবশ্যই পলিয়েস্টার, নাইলন,সটিন,ফ্লানেট এসব কাপড় এড়িয়ে চলতে হবে।

আমাদের সুতির কাপড়ের কালেকশন দেখতে ক্লিক করুন এই লিঙ্কে – Explore Now >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *